MOHAMMAD SHAHIDULLAH

--

MOHAMMAD SHAHIDULLAH

ব্যবধানের ইতিবৃত্ত

মোহাম্মদ শহীদুল্লাহ

_____________________

সাংঘাতিক কিছু জমাট অন্ধকার থেকে

উঠে আসে ঘাপটি মারা পরাশ্রয়ী ।

খোশামোদীর আদলে উপরতলায়

উঠে আসে সরীসৃপ ;

অভ্যাসের বংশধর

ওদের আসা –যাওয়ার দলিলে

স্বাক্ষর নেই সততার।

রেফারির বাঁশিটাও

আজ বিব্রত;

নিখাদ অলংকরণে

পরিপাটি কবিতার প্রচ্ছদে আলো ফেলে

বসে আছি ।

বহু কালের অবিচ্ছেদ্য গলাগলি ধরে

বসে আছি ।

নিখুঁত বরশিতে

কখন যে ঠোকর দেয় সৌভাগ্যের মাছ — আহা!

আয়ুষ্মান নদীতে ঝাঁপ দিয়ে তৈরি হচ্ছে

জলের পাহাড়,

তারচেয়ে বেশি বড় হচ্ছেনা মননের ঢেউ ।

টাকার পাহাড় লাবণ্যরঙে রাঙিয়ে সূর্য জেগেছে

প্রতিদিনই কালের সাক্ষী হয়ে ।

প্রতিদিনের লড়াকু ছেলেটাও যেন

পরাজিত গোলাপ নিতে প্রস্তুত ,

সমর্পিত সময়ের কাছে ।

নিজেকে লাবণ্যরঙে রাঙাই

ধুলোর সাথে গড়াগড়ি খাই ।

তবুওতো

গলাগলি নেই অশুচির কায়মনে।

https://sahityashruti.quora.com/

--

--

Story and Article
Story and Article

Written by Story and Article

বাংলা ভাষার সাহিত্য পত্রিকা । যে কোনো সময় লেখা পোস্ট করা যায় । ফেসবুক https://www.facebook.com/storyandarticle পত্রিকার লিঙ্ক https://storyandarticle.com

No responses yet