Dr. Taimur Khan
Aug 16, 2021
শিল্পী
#তৈমুর খান
উপমা চুল খুলে এলে
আমি ওর প্রেমে পড়ি,
এই বসন্ত বাতাসে
উড়ুক উড়ুক
চুল তার
উড়ে যাক অপার্থিব শাড়ি!
শব্দের ঠোঁটে গান লেগে আছে
ব্যঞ্জনার তবে কেন মাধুকরী?
ছন্দ দোলাক মজা
উপলব্ধির আছে তীব্র তরবারি।
এবার সঙ্গম হোক
লীলাক্ষেত্রে বাজুক
কাল্পনিক বাঁশি
সম্মোহনের ভাষা হারিয়ে গেলে
কাছে এসে ইঙ্গিতে বলুক:
ভালোবাসি!
বেড়াল
#তৈমুর খান
নিজের ভেতরই
একটা বেড়াল খেলা করে
তার লেজ ধরে টান মারি
তার লোমশ শরীরে
হৃদয়ের ধুকপুক শুনি….
https://www.storyandarticlepage.com/2021/08/blog-post_83.html